• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

গাজীপুরের সাবেক দুই কাউন্সিলর গ্রেপ্তার

স্টাফ: / ১৫৯ বার
আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই সাবেক কাউন্সিলর হলেন ৫২ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম এবং ৫০ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক। তারা স্থানীয়ভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, র‌্যাব-১৫ এর একটি দল কক্সবাজার থেকে ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিককে শনিবার সকালে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/