গাজীপুর সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই সাবেক কাউন্সিলর হলেন ৫২ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম এবং ৫০ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক। তারা স্থানীয়ভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।
র্যাব-১ সূত্রে জানা গেছে, র্যাব-১৫ এর একটি দল কক্সবাজার থেকে ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিককে শনিবার সকালে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our