• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

শীতে দাঁত শিরশির করে কেন?

ডেস্ক: / ২৯১ বার
আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
শীতে দাঁত শিরশির করে কেন?

শীতকাল অনেকের খুব পছন্দের ঋতু। কিন্তু এই শীতকালে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। শীতে দাঁতের শিরশির ও ব্যথা বাড়ে। যারা ভুক্তভোগী তারাই এর কষ্টটা বুঝতে পারেন।

অনেকের এই সময়ে ঠান্ডা পানি পান বা কুলকুচি করলে দাঁতে শিরশির করে। যাদের এই সমস্যাটি হয়, ধরে নিতে হবে তাদের দাঁতে একটু হলেও সমস্যা আছে। অনেক সময়ই দাঁত শিরশির করা বেশ কিছু ডেন্টাল রোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এমনটি বোধ হলে অবহেলা না করে নিকটবর্তী দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনেকের শীতকালে ঠান্ডা পানি ব্যবহারে দাঁত শিরশির করে। যেমন: আইসক্রিম খাওয়ার সময় হয়। এই অনুভূতি দাঁতের স্বাভাবিক অবস্থার প্রকাশ। বাইরে যতই ঠান্ডা থাকুক, মুখের ভেতরের তাপমাত্রা সব সময় ৯৮.৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকে। তাই ঠান্ডাজাতীয় কিছু মুখে দিলে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারণে দাঁত শিরশির করে ওঠে।
অনেকেই আছেন যারা জোর দিয়ে বা বেশি সময় ধরে ব্রাশ করেন। এতে দাঁতের মাড়ি সরে যায় বা দাঁতের গোড়ার দিকে ক্ষয়ে যায়। এমন অবস্থাতেও দাঁত শিরশির করে। এ ক্ষেত্রেও ফিলিংয়ের মতো সহজ চিকিৎসায় সমস্যার সমাধান হয়ে যায়।

অনেকের দাঁতের মাড়িতে পাথরের মতো জমে থাকে বা দাঁতের ফাঁকে ফাঁকে মাংসজাতীয় খাবার আটকে থাকে। টুথপিক দিয়ে খুঁচিয়ে ওইসব খাবার বের করতে গিয়ে পকেটের মতো হয়। এসব কারণেও শীতকালে পানি লাগলে দাঁত শিরশির করে।

বেশির ভাগ দাঁতের অসুখে প্রথমে শিরশির অনুভূতি দিয়ে লক্ষণ প্রকাশ পায়। যেমন: ক্যারেজ বা ক্ষত। দাঁতে যখন ক্যারেজ বা ক্ষত হয়, তখন প্রথমদিকে ব্যথা হয় না, দাঁতের মাড়ি ফুলে বা দাঁত ভেঙে যায় না। প্রথমে পানি খেলে শিরশির করে, টক খেলে দাঁতেও টক লাগে এবং মিষ্টি খেলে অস্বস্তি হয়।

লেখক: সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/