বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১০ থেকে ১৫ জন যুবক একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে ফোনকলে জানায়। খবরে পেয়ে ঘটনাস্থলে যায় তারা।
ওসি আরও বলেন, আগুনে প্রাইভেটকারটি সম্পন্ন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নাশকতা। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।