• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

বাংলাদেশ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: প্রধান উপদেষ্টা

স্টাফ: / ৫৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, বৃহস্পতিবার: বাংলাদেশ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যোগী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ ও নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখছে, যা আগের যেকোনো সময়ের তুলনায় আরও দুঃসাহসী।

বৃহস্পতিবার দুপুরে ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তরুণরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন থেকে মুক্ত হয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে চায়, যেখানে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে।

জাতির কৃতি সন্তানদের সম্মান জানাতে পেরে তিনি আনন্দিত বোধ করেন এবং বিশেষ করে নারী ফুটবল দলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তে প্রবেশ করেছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে।

একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার চেতনার অসাধারণ জাগরণ সৃষ্টি করেছিল, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/