• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

গাজীপুর-৫ সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

কালীগঞ্জ প্রতিনিধি: / ৩০৮ বার
আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
কালীগঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

আজ ০৭ জানুয়ারি রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার আজিজুর রহমান। ভোট গ্রহণের আগেই ওই সরকারি প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

ওই সহকারী প্রিসাইডিং অফিসারের নাম বায়েজিদ উল্লাহ। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার শিক্ষক।

সহকারী রিটার্নিং অফিসার আজিজুর রহমান  জানান, দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার বায়েজিদ উল্লাহর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গাজীপুর সিটির তিনটি ওয়ার্ড ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ নির্বাচনী আসন গঠিত। এখানে ১০৫টি ভোট কেন্দ্রের ৬৯৫টি বুথে তিন লাখ ৩৩ হাজার ৬১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে এক লাখ ৬৯ হাজার ৭২ জন পুরুষ, এক লাখ ৬৪ হাজার ৫৩৯ জন নারী ও দুইজন হিজরা ভোটার রয়েছে। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/