• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

খালেদা জিয়া সিসিইউতে

ডেস্ক: / ২৪৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
বিএনপি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সূত্র: bdnews24

মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ… অত্যন্ত অসুস্থ। বার বার আমরা বলছি, আপনারা শুনছেন, চিকিৎসকরা বলেছেন। গতরাতে আবার উনাকে সিসিইউতে নিতে হয়েছে এবং সেখানে তার চিকিৎসা করা হচ্ছে।

“এখনো তিনি সিসিইউতে আছেন। সকালে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, ম্যাডাম বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন।”

গত ৯ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “অবস্থার অবনতি হলে গতকাল (সোমবার) রাত সাড়ে ৩টার দিকে ম্যাডামকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সিসিইউতে নেওয়া হয়েছে।”

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ।

সম্প্রতি মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে বলেছে, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিতসা কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরী হয়ে পড়েছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বৃদ্ধি করে সরকার। এরপর তাকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়েছিল তার পরিবার। কিন্তু সরকার সে আবেদনে সাড়া দেয়নি।

আইনমন্ত্রী আনিসুল হক বলে আসছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। সেটা চলমান থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

এখন খালেদা জিয়া কারাগারে ফিরে গিয়ে বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কিংবা দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও ক্ষমার আবেদন করতে পারেন বলে আইনমন্ত্রীর ভাষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/