আইপিএলের প্রথম দিনে চেন্নাইকে জেতালেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তার খেলায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
৪ ওভারে ২৯ রানের সঙ্গে ৪ উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মতো তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।
সেই সঙ্গে মোস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মোস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মোস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’
তামিম ইকবাল সামাজিকমাধ্যমে মোস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মোস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই…অভিনন্দন…টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল ‘। তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্লেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’
https://slotbet.online/