হবিগঞ্জের চুনারুঘাটে প্রথম স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ে করার অপরাধে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টায় আউশকান্দী নামকস্থানে তিনি মারা যান।
এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ সুজন মিয়াকে (৩৮) আটক করে। সুজন উপজেলার গাজীপুর ইউপির সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে।
সুজন পুলিশকে জানায়, আকলিমা সাত ছেলে-মেয়ে ও তাকে রেখে আরো দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে তার হাত-পা কেটে দিয়েছেন তিনি।
এদিকে আকলিমার মেঝো মেয়ে তানজিনা আক্তার বলেন, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন।
তানজিনা আরো বলেন, ‘বাবা আমাদের ভরণপোষণ করে না। মা’ই আমাদের একমাত্র ভরসা। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে দিয়েছে। এখন আমরা কেমনে বাঁচুম’, বলে কান্নায় ভেঙে পড়েন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ওসমানীতে নিয়ে যাওয়া সময় রাস্তায় আউশকান্দি নামকস্থানে তিনি মারা যান। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
https://slotbet.online/