সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০২৪ সালের ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু ৩১ জন প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়।
আন্দোলনকারীরা দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের যোগদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
https://slotbet.online/