হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গীরঘাট গ্রামে মসজিদের তহবিল নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ জানায়, টঙ্গীরঘাট মসজিদের তহবিলে থাকা ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামবাসী বৈঠক করে। বৈঠকে স্থানীয় কালা মিয়া ও তৈয়ব মিয়ার মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে শনিবার সকালে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হন।
আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, জরিমান বেগমসহ আরও অনেকে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।
https://slotbet.online/