• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির মান

ডেস্ক: / ১১১ বার
আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় রুপির মান

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিন প্রতি ডলারের বিপরীতে রুপির মান নেমে দাঁড়ায় ৮৪ দশমিক ৮৫।

মুদ্রার দরপতনের ধারা
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানের পতন অব্যাহত রয়েছে। এর মধ্যে মঙ্গলবার রুপির এই রেকর্ড দরপতন ঘটে। এর আগে গত ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে রুপির মান ৮৪ দশমিক ৭৫ ছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে তা আরও কমে নতুন ইতিহাস গড়েছে।

সরকারি বন্ডের ফলনেও পতন
মুদ্রার দরপতনের পাশাপাশি ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে। এটি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মুদ্রার মান পতনের প্রভাব
বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় রুপির এই দরপতন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান আমদানি ব্যয়, এবং বিনিয়োগকারীদের ডলারের প্রতি বাড়তি আগ্রহের কারণে হয়েছে।

রুপির মানের এই নতুন নিম্ন পর্যায় দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/