গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউটস স্কুল অ্যান্ড কলেজ পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সিহান হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৌচাক স্কাউটস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাহারুল ইসলাম, প্রভাষক শেখ ফরিদ, শিক্ষক দিলিপ কুমার, মৌচাক ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মুকুল ফকির, মোস্তফা জামান, এবং সাইম সিকদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আশপাশের এলাকার মুরুব্বি, স্কুলের ছাত্রছাত্রী, কারখানার শ্রমজীবী ভাই-বোনসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সিহান হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনটি সিহানের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ন্যায়বিচারের সংগ্রামে দৃঢ় অবস্থান প্রকাশের মঞ্চ হয়ে উঠেছিল।
https://slotbet.online/