প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:২৩ পি.এম
সিলেটে দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৫ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী তিন দিনে দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সোমবার (১৭ মার্চ) থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।