• মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ: / ১৫৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আদালত এক মাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। শেখ হাসিনা সম্ভবত দিল্লিতে আছেন বলে আনঅফিশিয়াল তথ্য রয়েছে।

এছাড়া, ভিসা ইস্যু নিয়ে ভারত বর্তমানে জরুরি মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিচ্ছে না বলে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন। নিরাপত্তার কারণে তারা লোকবল কমিয়েছে, ফলে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে।

লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ চলছে, এরই মধ্যে ১,৮০০ জন রেজিস্ট্রেশন করেছেন। ইতালির ভিসা ইস্যুতে কিছু সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, আইনগত জটিলতা কাটিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কমনওয়েলথের একটি প্রোগ্রামে অংশ নিতে সামোয়ায় যাত্রার পরিকল্পনার কথাও পররাষ্ট্র উপদেষ্টা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/