১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়। বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এ দিন আমরা শুধু তাদের হারানোর দুঃখ স্মরণ করি না, বরং তাদের আদর্শ ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্ন পূরণে কাজ করার প্রতিজ্ঞা করি।”
বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা এবং আমাদের দায়িত্ব তাদের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া।”
সভায় আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা সোবহান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভার মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানটি দেশপ্রেম এবং ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হওয়ার বার্তা দিয়ে শেষ হয়।
https://slotbet.online/