২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে নিহত হন ১,১৩৪ জন শ্রমিক, আহত হন হাজারের বেশি। দেশের ইতিহাসের ভয়াবহ এই শিল্প দুর্ঘটনার আজ ১২ বছর পূর্ণ হলো।
শ্রমিক সংগঠন ও স্বজনরা দিনটি স্মরণে সাভারে নানা কর্মসূচি পালন করছেন। বিচার ও পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়ায় এখনও ক্ষোভে আছেন অনেক পরিবার।
দুর্ঘটনার দায়ে মামলা হলেও বিচারপ্রক্রিয়া এখনো শেষ হয়নি। শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি আবারও জোরালোভাবে সামনে এসেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our