নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে রমজান মাসে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ হিসবাহ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ জন রোজা না রাখার জন্য এবং ৫ জন খাবার বিক্রির দায়ে অভিযুক্ত।
হিসবাহ বাহিনীর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানান, রমজানের প্রতি অসম্মান প্রদর্শন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, "এটা দুঃখজনক যে, রোজার এই পবিত্র মাসে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে। আমরা তা ক্ষমা করব না এবং সেই কারণেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।"
এছাড়া, শরিয়া আইন বাস্তবায়নের জন্য পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের শরিয়া আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমিনুদ্দিন জানান, গত বছর রোজা না রাখা ব্যক্তিদের প্রতিশ্রুতি নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এ বছর তাদের আদালতের রায় মেনে শাস্তি ভোগ করতে হবে।
মাত্র দুই দশক আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন চালু হয়। তবে এটি শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য, সংখ্যালঘু খ্রিস্টানরা এর আওতার বাইরে।
হিসবাহ বাহিনীর এক কর্মকর্তা জানান, তারা জনসাধারণের কাছ থেকে ফোন কল পেয়েছেন, যেখানে লোকজন প্রকাশ্যে খাবার খাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
সূত্র: বিবিসি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our