নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবির নাম আবদুল্লাহ ইবনে সালাম (রা.)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের আগে তিনি ছিলেন ইহুদি। থাকতেন মদিনায়।
সালাম গুরুত্বপূর্ণ একটি দোয়া
ইসলাম আমাদের শিখিয়েছে, দুই মুসলমান যখন মিলিত হয়, তখন যেন একে অন্যকে সালাম দেয় অর্থাৎ একজন বলবে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু–তোমার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক; অন্যজন জবাবে বলবে, ওয়া আলাইকুমুস সালামু ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু।
অর্থাৎ তোমার ওপরও শান্তি ও আল্লাহর রহমত, বরকত বর্ষিত হোক। এভাবে স্থান-কালের বন্ধন থেকে মুক্ত করে একে অন্যের জন্য আল্লাহর রহমত, শান্তি, বরকত কামনার চেয়ে উত্তম দোয়া আর কী হতে পারে! আর সালামের মোড়কে মোড়ানো এই দোয়া যদি কারো জন্য কবুল হয়, তাহলে তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হবে।
ইসলামের শ্রেষ্ঠ আমল
আবদুল্লাহ ইবনে আমর (রা.)-এর বর্ণনা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন- ইসলামের শ্রেষ্ঠ আমল কোনটি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষকে খাবার খাওয়াবে আর তোমার পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেবে। (বুখারি, হাদিস : ১২)
বেহেশত লাভের আমল সালাম
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী কারিম (সা.) বলেছেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমাদের ঈমান ততক্ষণ পূর্ণ হবে না, যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবাস। আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলব, যখন তোমরা তা করবে, তখন একে অন্যকে ভালোবাসবে। তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। (মুসলিম, হাদিস : ৫৪)
সালামের মাধ্যমে ভারী হয় আমলনামা
ইমরান ইবনে হুসাইন (রা.)-এর বর্ণনা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে এক ব্যক্তি ‘আসসালাম আলাইকুম’ বলে সালাম দিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০ (অর্থাৎ তুমি ১০ নেকি পেলে)। এরপর আরেকজন এসে ‘আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে সালাম দিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২০ (অর্থাৎ তুমি ২০ নেকি পেলে)। এরপর তৃতীয় আরেকজন এসে ‘আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু’ বলে সালাম দিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩০ (অর্থাৎ তুমি ৩০ নেকি পেলে)। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫১৯৫)
সালামকে যদি আমরা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি এবং সালামের মর্ম আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের পরকালীন পুঁজি বৃদ্ধি পাবে, তেমনি সমাজে বয়ে যাবে আন্তরিকতা আর সম্প্রীতির স্নিগ্ধ হাওয়া। আমাদের পার্থিব জীবনও হয়ে উঠবে শান্তি ও কল্যাণময়।
লেখক : ইমাম ও খতিব, মসজিদুল আমান, গাঙ্গিনারপাড়, মোমেনশাহী
ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম তালতলা মোমেনশাহী।
সূত্র: কালেরকণ্ঠ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our