মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৫ মার্চ) সকালে তিনি আছিয়ার বাড়ি পরিদর্শন করেন এবং পরে স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, "কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। ৯০ দিনের মধ্যে মামলার বিচার ও রায় কার্যকর দেখতে চাই, ৯১ দিন যেন না হয়।"
জেলা আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক রবিউল ইসলাম, মো. খায়রুল ইসলাম, বি এম এরশাদুল্লাহ অহিদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জামায়াত আমিরের আগমনে সোনাইকুন্ডী বিদ্যালয়সহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our