তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর কিছু দিন আগে নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন।
জানা গেছে, প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে ওই প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে।
এনিয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ পেয়েছিল চন্দ্রশেখরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।
অভিযোগ, ওই অর্থ নেওয়ার পর চন্দ্রশেখরের সংস্থা কাজ শুরু করেনি। আবার তা ফিরিয়েও দেয়নি। এই জন্যই অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ওই প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে।
তামিল চলচ্চিত্র জগতে চন্দ্রশেখরের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন নায়িকা মহালক্ষ্মী। সেই সিনেমার শুটিংয়েই তাদের দেখা ও পরিচয়। পরে যা প্রণয়ে রূপলাভ করে। তা নিয়ে রীতিমতো ট্রলের শিকারও হন ওই জুটি।
https://slotbet.online/