• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

ময়মনসিংহের যুবলীগ কর্মী আসাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম: / ৩১৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
সংগ্রহ

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরআগে তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন, তারাটি ফকিরপাড়া এলাকার মনজুরুল ইসলামের ছেলে মো. মমিনুল হক (২১) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন লিমন (১৯)।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারায় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বিচারক রাজিবুল হাসান তালুকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এদিন ভোরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চান্দালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টায় শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদুজ্জামান আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে একসঙ্গে চা পান করছিলেন। হঠাৎ ৩০ থেকে ৩২ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় আসাদকে তারা উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

এদিকে সোমবার (৪ সেপ্টেম্বর) যুবলীগ কর্মী আসাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পৌর এলাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ১৪৪ ধারা জারির পর পৌর শহরে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/