সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে নিয়ে ভুয়া কমিটির একটি গুজব ছড়িয়েছে। শিবিরের প্যাড ব্যবহার করে একজন অভিনেত্রীকে যুক্ত করে ভুয়া কমিটি তৈরি করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এই বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম নিজের ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে সত্যতা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, "যারা ছাত্রশিবিরের আদর্শ ও গঠনমূলক কাজের কাছে পরাজিত, তারাই এ ধরনের গুজবের আশ্রয় নেয়।"
পোস্টে তিনি আরও বলেন, "যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা প্রচারণা করা হয়েছে। তবে ঐতিহাসিকভাবে এসব অপকৌশল সবসময় ব্যর্থ হয়েছে।"
তিনি সবাইকে এ ধরনের মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our