• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা

গাজীপুর প্রতিনিধি: / ৩৩৮ বার
আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা

আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে তাবলীগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমা। এতে অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লি।

প্রস্তুতি কিছুটা বাকি থাকলেও ইজতেমার ময়দানে বাড়ছে জমায়েত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ইজতেমার ময়দান ঘুরে প্রস্তুতির কাজ চলতে দেখা গেছে। পুরো মাঠের চার ভাগের এক ভাগ চট দিয়ে সামিয়ানা করা হয়েছে। বাকি অংশ এখনও ফাঁকা।

গাইবান্ধার বাসিন্দা মোহাম্মদ আলী (৬২) নামে এক মুসল্লি জানান, তারা তিনজন ইজতেমায় অংশ নিতে এসেছেন। তিনি প্রথমবারের মতো এসেছেন। ময়দান দেখে তার মন জুড়িয়ে গেছে। আখেরি মোনাজাত পর্যন্ত ময়দানে অবস্থান নিয়েই তিনি তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় আলেমদের বয়ান শুনবেন।

২০২৪ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। পরবর্তীতে আগামী ৯ ফেব্রুয়ারি আম বয়ান মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার মাওলানা জোবায়ের অনুসারী মুফতি জহির ইবনে মুসল্লী বলেন, ময়দান প্রস্তুতির কাজ প্রায় শেষ। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ময়দানের অধিকাংশই সামিয়ানা টানানো হয়নি। এছাড়া চট সংকট, অনেক চট নষ্ট হয়ে গেছে। নির্বাচনের কারণে সময় পাওয়া যায়নি ফলে পুরো ময়দানে সামিয়ানা টানানোর ব্যবস্থাও করা হয়নি। তবে জেলা ও থানাভিত্তিক তাবলীগ জামায়াতের সব অনুসারীদের বলে দেওয়া হয়েছে নিজ নিজ দায়িত্বে সামিয়ানা টানিয়ে নিতে হবে। তারাও সামিয়ানার সঙ্গেই নিয়েই ময়দানে আসছে। আশা করছি মঙ্গলবার রাতের মধ্যেই ইজতেমার ময়দান অর্ধেক ভরে যাবে।

প্রথম পর্বে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি হবে। এবার জায়গার সংকট হতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/