ভালোবাসাটা একসময় একপাক্ষিক ছিল। দিয়েগো মারাদোনা ও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসার কথা জানা ছিল না দেশটির। বিশ্বকাপ হোক, হোক কোপা আমেরিকা বা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ- বাংলাদেশের কোটি মানুষ রাত জেগে সমর্থন জানিয়ে গেছেন আর্জেন্টিনাকে। সূত্র; itvbd.com
কিন্তু দক্ষিণ আমেরিকার দেশটি সে ভালোবাসা কখনো টের পায়নি। ২০২২ বিশ্বকাপেই হলো ভিন্ন কিছু। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা নিয়ে পাগলামি স্বয়ং মেসি-স্কালোনিরাও জেনে গেছেন। সে সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সে বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এ সুবাদে দুই দেশের কুটনৈতিক সম্পর্কেও উন্নতি হচ্ছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসা খোলার কথাবার্তাও পাকা হয়ে গেছে। আর্জেন্টিনার মানুষ এখন বাংলাদেশের ক্রিকেট ম্যাচ অনুসরণ করেন। সাকিবদের জয়ে উচ্ছ্বসিত পোস্ট দেন। হারের পর অনুপ্রাণিত করেন।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টিনার ক্লাবে খেলেন। বাংলাদেশের ফুটবল নিয়েও এখন আগ্রহ দেখায় আর্জেন্টিনার ফুটবল সংশ্লিষ্টরা।
গত ১৭ অক্টোবর বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ।
বাংলাদেশের এই জয় নিয়ে গতকাল আর্জেন্টিনা জাতীয় ফুটবলের অফিশিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয়েছে। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে একদিন বিশ্বকাপেও বাংলাদেশকে দেখার প্রতিক্ষার কথা জানানো হয়েছে, ‘বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার জন্য বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দ। একদিন সবচেয়ে বড় মঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে এই আশায় আছি!’
https://slotbet.online/