নতুন স্বপ্ন নিয়ে আগামী ৭ অক্টোবর তারা এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগেই আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছে সাকিব আল হাসানের দল। মূলত ঘরের মাঠ ও বাইরে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তাই তো দলীয় র্যাংকিংয়ে একধাপ পিছিয়েছে টাইগাররা।
আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) পর্দা উঠল ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। এদিন হালনাগাদকৃত নতুন দলীয় র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। কয়েকদিন আগেই তিন ফরম্যাটের শীর্ষে উঠেছিল ভারত। ওয়ানডেতে বিশ্বকাপের আয়োজক দেশটির অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশ নেমে গেছে আটে।
টাইগারদের স্থান দখল করেছে সর্বশেষ এশিয়া কাপের রানার্স-আপ শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান খুব বেশি নয়। সে কারণে বিশ্বকাপের প্রতি সপ্তাহে হালনাগাদ করা র্যাংকিংয়ে তারা সাত নম্বরচ্যুত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও লঙ্কানদের র্যাটিং এখন একই, ৯২। তবে পয়েন্টের (৩৫১২) হিসাবে লঙ্কানরাই এগিয়ে, বাংলাদেশের পয়েন্ট ৩২০৯।
https://slotbet.online/