• মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

বিএনপি নেতা ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা

ডেস্ক: / ১৭৯ বার
আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
বিএনপি নেতা ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, ২০২১ সালের চসিক নির্বাচন বাতিলের দাবিতে ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলার শুনানি শেষে আদালত এই রায় দিয়েছেন। মামলায় বলা হয়, নির্বাচনে কারচুপির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, চসিকের কর্মকর্তারা রেজাউল করিম চৌধুরীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কারণে নির্বাচনটি ছিল মূলত একটি আনুষ্ঠানিকতা। এছাড়া, ইভিএমের প্রিন্ট কপি না দেওয়া এবং ভোটের হিসাব অসঙ্গতির বিষয়ে অভিযোগ আনা হয়। বিশেষ করে, ভোটের দিনে দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়ার কথা থাকলেও ফলাফলে ২২ শতাংশ ভোট দেখানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/