জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। এখন একজন ফকিরকে দাওয়াত দিতে চাইলেও তাকে আগে খাবারের আইটেম জানাতে হয়। ফকিরও আর পান্তা ভাত খায় না। এখন গরু ছাড়া আর কেউ পান্তা ভাত খায় না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে কেআইবি মিলনায়তনে এক দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, আমি কৃষিবিদ নই। কিন্তু কৃষকদের উন্নত জীবন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে আপ্রাণ চেষ্টা, সে চেষ্টায় আমিও আপনাদের সঙ্গে আছি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our