• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন

স্টাফ: / ৬১ বার
আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (১২ ফেব্রুয়ারি ২০২৫) ‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে এবং বন্দিদের যেখানে রাখা হতো, তা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ বা ‘আয়নাঘর’ নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে, সেইসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে ‘আয়নাঘর’। তুলে নেওয়া সেসব মানুষদের কেউ কেউ বহু দিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনও মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ‘গুম তদন্ত কমিশন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/