কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় লস্কর-ই-তৈয়বার ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ (ওরফে সাইফুল্লাহ কাসুরি) এটিকে ভারতের সাজানো নাটক বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওবার্তায় (যার সত্যতা নিশ্চিত নয়) তিনি বলেন, “ভারত নিজেই এই হামলা ঘটিয়েছে, পাকিস্তান বা কোনো জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত নয়।”
তিনি আরও জানান, “আমরা এই হামলার নিন্দা জানাই। ভারতীয় মিডিয়া আমাকে ও পাকিস্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করছে, যা দুঃখজনক।”
তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই হামলার মূল হোতা ছিলেন সাইফুল্লাহ নিজেই। তাঁর নির্দেশেই পেহেলগামের বৈসরন উপত্যকায় পাঁচ-ছয়জন জঙ্গি নির্বিচারে গুলি চালায়। এ হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত লস্করের ছায়া সংগঠন। গোয়েন্দাদের ধারণা, TRF নাম ব্যবহার করলেও মূল পরিকল্পনার পেছনে ছিলেন সাইফুল্লাহ।
খবর ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও আনন্দবাজারের।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our