গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূবাইল থানা শাখার উদ্যোগে ❝বার্ষিক সাথী সমাবেশ ২০২৪❞ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবাইল থানা শাখার সভাপতি ইকবাল মাহমুদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগরের সভাপতি হাফেজ আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্কুল, বিতর্ক ও স্পোর্টস সম্পাদক মোঃ সাইদুর রহমান; মহানগর শিল্প, সংস্কৃতি ও মানবাধিকার সম্পাদক এবং পূবাইল থানার সাবেক সভাপতি আল-আমিন হাসান; পূবাইল থানার প্রতিষ্ঠাকালীন সভাপতি ওয়াজি উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূবাইল থানার আমীর ও গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহতারাম আশরাফ আলী কাজল, নায়েবে আমীর এডভোকেট শামীম মৃধা, সেক্রেটারি হারুন রশীদ, এবং ন্যাশনাল ডক্টর ফোরাম গাজীপুর মহানগরের সভাপতি ডা. আমজাদ খাঁনসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রশিবিরের সাথীদের আদর্শ ও সংগঠনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our