শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে মেয়েরা সাবলম্বীও হচ্ছেন।
আর একজন মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী হওয়া।
নারীরা স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারেন। পরিবারের স্বচ্ছলতাতো আসবেই, এছাড়াও যে কোনো বিপদে-আপদে পরিবারের হাল ধরতে পারবেন তারা। তাই নারী উদ্যোক্তা তৈরি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে চাঁদপুর শহরের কদমতলাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনায় ছিলেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
https://slotbet.online/