প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৬:৩৮ পি.এম
নতুন রাজনৈতিক দল ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, দলটি পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং শহীদ পরিবারগুলোর অর্থনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে কাজ করবে।
তিনি আরও জানান, এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, দুর্নীতিমুক্ত ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক বাংলাদেশ গঠন। জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জুনায়েদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।