ঢাকা: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মো. নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর থেকেই মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা চলছিল। অবশেষে সরকারিভাবে এ ঘোষণা আসে।
মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে এতদিন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায়, ২৮ আগস্ট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করা মাহফুজ আলম ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন।
তিনি গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়কের দায়িত্বও পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মাহফুজ আলম জানিয়েছেন, “আমি সরকার ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদানের স্বচ্ছতা বজায় রাখতে কাজ করব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ও সরকারের তথ্যনীতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
https://slotbet.online/