আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে খেলছে বিএনপি।
তিনি বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এক এগারোর সরকার গঠনের দুঃস্বপ্ন দেখছে বিএনপি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে তারাই এখন গণতন্ত্র নাকি পুনরুদ্ধার করবে। তারা মুখ দিয়ে মুখচ্ছবি আড়াল করতে চায়। এ সরকার থাকতে তা সফল হতে দেওয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, গোলাপবাগের গরুর হাটে হোঁচট খাওয়া মির্জা ফখরুল সাহেবদের আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়ে গেছে, এমতাবস্থায় আবার ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our