• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

ঠিকমতো নিজের স্ত্রীকেই সামলাতে পারি না: শাহরুখ

ডেস্ক: / ৩৪৯ বার
আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
ছবি সংগ্রহ

মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দেন শাহরুখ খান। এসব উত্তরে মিশে থাকে অভিনেতার স্বভাবসুলভ রসিকতা।

এদিকে নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তির আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে চলছে ছবির প্রচারণা। ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগের স্থাপনের জন্য শাহরুখ ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই এক ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্ত্রী গৌরীকে নিয়ে রসিকতা করেন শাহরুখ।

এক ভক্ত শাহরুখকে ট্যাগ করে বলেন, ‘বউয়ের সঙ্গে জওয়ান দেখতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু বউ সবসময়ে দেরি করে। পাঠান দেখতে যাওয়ার সময়েও দেরি করেছে— কী করা যায়?’

এই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমাকে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বলবেন না! প্লিজ!। আমি আমার নিজের বউকেই সামলাতে পারি না, আর আপনি আপনার বউসংক্রান্ত সমস্যা আমার ওপরে চাপাচ্ছেন। সব স্ত্রীদের বলছি— চাপ না নিয়ে জওয়ান দেখুন।’

‘জওয়ান’-এর গান ‘চলেয়া’তে শাহরুখকে দেখে মুগ্ধ ভক্তরা। এক ভক্ত জানতে চান, গানটিতে শাহরুখের চিরতরুণ লুকের রহস্য নিয়ে। উত্তরে শাহরুখ বলেন, ‘বেশি খাবেন না। ভালো চিন্তা করুন আর মন পরিষ্কার রাখুন— এটাই রেসিপি।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তারকাবহুল সিনেমাটিতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়া মনি প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/