গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকাসহ বিভিন্ন স্থানে দীর্ঘ ৮ মাস যাবত তীব্র পানি সংকটে ভুগছে সাধারণ মানুষ।
এই সংকটের কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার যোগাযোগ করেও কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এদিকে, গাজীপুর সিটি করপোরেশন প্রতি মাসে পানির বিল নিলেও বাসিন্দারা কোনো পানি পাচ্ছেন না। শুধু দত্তপাড়া নয়, টঙ্গীর বনমালা, মধুমিতা, বড় দেওড়া, ছোট দেওড়া, হোসেন মার্কেট, মোক্তারবাড়ী সাতাইশ, এরশাদ নগর এলাকার বাসিন্দারাও পানির তীব্র সংকটে পড়েছেন। খাবার পানির জন্য দোকানে নির্ভর করতে হচ্ছে, এবং গোসলের জন্য ২-৩ দিন অপেক্ষা করতে হচ্ছে। এমনকি মসজিদে অজুর সময়ও পানি থাকে না।
শুক্রবার জুমা নামাজের পর এলাকার মানুষ টঙ্গী-গাজীপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৭ দিনের মধ্যে পানি সরবরাহ না করা হলে তারা গাজীপুর সিটি করপোরেশনের সব অফিস ঘেরাও করবেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ওয়াসা কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে একাধিক অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our