তানভীর আহম্মেদ রনি , গাজীপুর : টঙ্গীর তুরাগতীরে ৫৮তম বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে শেষ হয় এ মোনাজাত, যা পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
লাখো ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়ে বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। মোনাজাতে গুনাহ মুক্তি, দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
গত তিন দিন ধরে কুয়াশা ও শীত উপেক্ষা করে লাখো মুসল্লির পদচারণায় মুখর ছিল তুরাগতীর। স্থান সংকুলান না হওয়ায় আশপাশের রাস্তা, মাঠ, এমনকি ভবনের ছাদেও মুসল্লিদের অবস্থান করতে দেখা গেছে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৩-৫ ফেব্রুয়ারি, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our