জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিলো ঐতিহাসিক। তারা রাজপথে থেকে, পরামর্শ দিয়ে এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকা রেখেছিল।”
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সত্যকে কেউ কোনোদিন চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। যারা এই ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবে সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি বিপ্লবী সালাম।”
সরকারি নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৬ বছরে শেখ হাসিনা যাদের নিজের জন্য হুমকি মনে করেছেন, তাদের ওপর নির্যাতন চালিয়েছে। আলেম-ওলামা ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো থেকে শুরু করে কারাগারে এবং পথে-ঘাটে হত্যা করা হয়েছে।”
সারজিস আরও বলেন, “বর্তমান প্রজন্ম শেখ হাসিনার খুন ও নির্যাতনের ইতিহাস ভুলেনি। তারা যথেষ্ট বিবেকবান হয়ে এই ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করেছে।”
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our