• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

জামায়াত ও শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক: / ১৮৬ বার
আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সূত্রে।

প্রজ্ঞাপনটি বাতিলের প্রক্রিয়াটি শুরু হয় যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর সেটি প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। অনুমোদন পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি প্রকাশিত হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময়, শেখ হাসিনার সরকারের পতনের আশঙ্কায়, ১ আগস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এর অধীনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

সেই প্রজ্ঞাপনের অধীনে আইনটির তফসিল-২ এ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সংগঠনগুলো পুনরায় তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/