র্যাব-৫ জয়পুরহাটে চুরির অভিযোগে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।”
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (৩২) দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শেহের আলীর ছেলে।
র্যাবের ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলাম জানান, আনোয়ার আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার সুলতান মাহমুদ নামের এক ব্যক্তি মোবাইল ফোন চুরির অভিযোগ দেন। র্যাব সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় চুরি করা মোবাইল সেট ক্রয়-বিক্রয়ের সময় আনোয়ারকে হাতেনাতে আটক করে।
র্যাব কমান্ডার জানান, আনোয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগে ৪টি মামলা চলমান রয়েছে। আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।
https://slotbet.online/