সর্বাধিক ২,৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা হিসেবে হিজরি ১৪৪৪ সনের সাদাকাতুল ফিতর নির্ধারিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
গত বছরে ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২,৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ইসলামী শরীয়াত অনুযায়ী, মুসলিমদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিস, পানির এবং যবের মধ্যে যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা হবে।
নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our