• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

গাজীপুর-৫ আসনের ৪২নং ওয়ার্ড নন্দিবাড়ী নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন

আমিনুল ইসলাম ফয়সাল : পূবাইল সংবাদদাতা: / ১১১ বার
আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরীর পূবাইল থানা ৪২নং ওয়ার্ড নন্দিবাড়ী নির্বাচনী কেন্দ্রের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ এশা নন্দিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৪২নং ওয়ার্ড সভাপতি মোঃ জামাল হোসেন। ২০ সদস্যের এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ হুমায়ুন মিয়া এবং সদস্য সচিব হিসেবে ইসলাম উদ্দিনকে নির্বাচিত করা হয়। পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পান মোঃ সজিব সরকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মোঃ রিদয় মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, শাফিকুল ইসলাম, সোহেল মিয়া, উজ্জল মিয়া, শিশির মোল্লা, মনির হোসেন, আব্দুর রব, সজিব মিয়া, সেলিম মিয়া, আবুল কালাম আজাদ, আল আমিন, শহিদুল ইসলাম, মোঃ আমির হোসেন এবং লাল মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • এড. শামীম মৃধা: পূবাইল থানা নায়েবে আমীর, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য
  • হারুন-উর-রশিদ: থানা সেক্রেটারি, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য
  • মাওলানা মোঃ জুনায়েদ: থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য
  • ইকবাল মাহমুদ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূবাইল থানা সভাপতি
  • শেখ সায়েম: মারুকা ইউনিট সভাপতি

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই কমিটির দায়িত্ব একটি আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালন না করলে বিচার দিবসে এর জবাব দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।”

৪২নং ওয়ার্ড ও থানা যুব বিভাগের সভাপতি মোঃ জামাল হোসেন বলেন, “রাতের ভোটের যারা স্বপ্ন দেখছেন, তাদের সাবধান করে দিচ্ছি—এই নির্বাচনে সেই সুযোগ আর দেওয়া হবে না।”

সভায় উপস্থিত সকলে কমিটির প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/