• মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি: / ১১৯ বার
আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য গঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক গাযী খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক হুমায়ূন কবির।

মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গিস্থ একটি অডিটোরিয়ামে ফোরামের কার্যকরী কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি গাযী খলিলুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

সভায় নতুন কমিটির নির্বাচন পরিচালনা করেন ফোরামের উপদেষ্টা মো. হোসেন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা মো. নেয়ামত উল্লাহ সাকের। গাজীপুর মহানগরের বিভিন্ন থানার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই সভায় উপস্থিত থেকে তাদের সমর্থন ব্যক্ত করেন।

এই ঐতিহাসিক মুহূর্তে গাযী খলিলুর রহমান এবং হুমায়ূন কবিরের নেতৃত্বে ফোরামের নতুন দিশা এবং উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। নবনির্বাচিত কমিটি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একত্রে কাজ করার অঙ্গীকার করেছে।

ফোরামের সদস্যরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে ফোরামের গৌরব বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/