• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

গাজীপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: / ২০১ বার
আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের উদ্যোগে ১৩ই সেপ্টেম্বর শুক্রবার গাজীপুরের সাতাইশ বাস স্ট্যান্ডে  ”জনপ্রিয় রেস্টুরেন্ট” এ সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সাংবাদিকতার পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে বিশেষ আলোচনা হয়।

প্রশিক্ষণের প্রথম বক্তা, সালাউদ্দিন আইয়ুবী, সাংবাদিকদের আমানত ও বিশ্বস্ততা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে হবে, কোনো তথ্য গোপন করা যাবে না এবং পক্ষপাতদুষ্ট সংবাদ এড়িয়ে চলতে হবে।” তিনি আরো বলেন, একজন সাংবাদিককে পৃথিবীর মোহে আকৃষ্ট না হয়ে আখেরাতমুখী হওয়া উচিত।

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের উপদেষ্টা  খাইরুল হাসান , মানবিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কঠিন পরিস্থিতিতেও একজন সাংবাদিককে সত্য প্রকাশ করতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। মানবিকতা ছাড়া সাংবাদিকতা পূর্ণতা পায় না।”

প্রধান প্রশিক্ষক মো: কামরুজ্জামান বাবলু সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কৌশল এবং ক্যামেরার ফুটেজ ধারণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকদের প্রতিদিন একাধিক পত্রিকা পড়া এবং নিয়মিত লেখালেখি করা উচিত। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলাও জরুরি।”

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরাম সভাপতি গাযী খলিলুর রহমান বলেন, “আমাদের সমাজে দুই ধরনের সাংবাদিক রয়েছেন—স্বার্থপর ও মানবিক সাংবাদিক। আমাদের মানবিক সাংবাদিক হওয়ার চেষ্টা করতে হবে, কারণ শুধুমাত্র একজন মানবিক সাংবাদিকই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারে।”

এই প্রশিক্ষণ কর্মশালাটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি নৈতিক দিকেও গুরুত্বারোপ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/