গাজীপুর নগরীর বোর্ড বাজার উত্তর খাইলকুর এলাকায় জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রে ভোট নিতে গিয়ে এক সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
আজ ৭ জানুয়ারি’২৩ রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (৬০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হেলাল মিয়া জানান, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। রোববার সকালে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপতালে নেওয়া হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our