গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ ফেব্রুয়ারি রাতে মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা হয়। মসজিদের মাইকে ডাকাতি ঘোষণা দেওয়ায় এলাকাবাসী অস্ত্রসহ জড়ো হন এবং কয়েকজনকে মারধর করেন। এতে ১৪ জন আহত হন, যাদের মধ্যে কাশেম গুরুতর ছিলেন।
এ ঘটনায় প্রশাসন তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
https://slotbet.online/