গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে।
নিহতরা হলেন ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. দুলাল (৪২) ও মো. মামুন (২৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি সামনে দাঁড়ানো কাভার্ড ভ্যানের সাথে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
বাসন থানার ডিউটি অফিসার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহতদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং যানবাহন চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our