প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৩, ১২:১২ পি.এম
গাজীপুরে অস্ত্রসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুর ২টার দিকে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা।
রবিবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেড নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন (৩২), আল আমিন (২৮), রনি (২৪), সাখাওয়াত (৪৩), রতন শেখ (৩০), মোর্শেদ (২৫), ইসরাফিল মল্লিক (৩৩), সাইফুল ইসলাম (২২)।
র্যাব জানায়, রবিবার রাতে একদল ছিনতাইকারী টঙ্গী বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে―এমন সংবাদ পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চাকু, দুটি খুর, একটি মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়। পরে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাদের।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা টঙ্গী ও তার আশপাশের এলাকার প্রাইভেট কার, মোটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা আরোহীদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ সোমবার টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।