আল জাজিরা প্রতিবেদনে জানাযায়, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় ভিড় জমায় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা। এ সময় সেই ভিড়ে অতর্কিত গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার রাফাহ শহরে এক সফরে জাতিসংঘের প্রধান বলেন, মিশরের সীমান্তে আটকে আছে ত্রাণবাহী ট্রাক, আর সীমান্তের অন্যপাশে অনাহারে ভুগছে ফিলিস্তিনিরা।
আল জাজিরার এক প্রতিনিধি বলেন, একদিকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল, অন্যদিকে এর বাহিনী ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা করে চলেছে।
তবে শনিবার এ হামলার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল।